সিলেট

সিলেটে হঠাৎ আগুনে চলন্ত প্রাইভেট কার পুড়ে ছাই

টাইমস ডেস্কঃ সিলেটের জালালাবাদ থানাধীন জাঙ্গাইল এলাকায় একটি চলন্ত প্রাইভেট কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেছে প্রাইভেট কারটি।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাত ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ ঘটনাটি ঘটে। তবে এতে প্রাণহানির কোন ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন- জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান।

তিনি জানান- প্রাইভেট কারটি সিলেট আসছিল। জাঙ্গাইল এলাকায় আসার পর হঠাৎ প্রাইভেট কারের সামনের দিকে আগুন লেগে যায়। বিষয়টি আঁচ করে চালক রাস্তার পাশে প্রাইভেট কারটি থামিয়ে নিরাপদ দূরত্বে চলে যায়। এরপর কিছু সময়ের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় প্রাইভেট কারটি। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

গাড়ির ব্যাটারি সংযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে জানান তিনি।

Back to top button