সিলেট ফিরতে উদগ্রীব সাবেক অর্থমন্ত্রী মুহিত, জানালেন শেষ স্বপ্নের কথা

নিউজ ডেস্ক- সুনসান নীরবতা।কেবিনের ভেতরে থাকা কমফোর্টেবল সোফায় বসে আছেন তিনি। ছোট ভাই আব্দুল মুহিত সুজন ও বোন শিপা হাফিজা আছেন তাঁর দেখভালের জন্য। সিলেটবাসীর কেউ দেখতে গেলে যেনো তিনি ডুবে যান আধ্যাত্মিক রাজধানীর মায়াজলে। এভাবেই কাটছে সময়। এমনই সময় কেবিনের সামনে হাজির চারজন সিলেটি।
কেবিনের সামনে দায়িত্বরত প্রহরী পরিচয় জেনে ভেতরে প্রবেশের অনুমতি দেন। কেবিনে ঢুকে দেখা গেল সোফায় বসে আছেন সিলেটবাসীর অভিভাবক, সাবেক সফল অর্থমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বর্ষিয়ান রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত।
দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত তিনি। করোনাক্রান্ত ছিলেন।সুস্থ হয়েছেন।আবারও বার্ধক্যের রোগ তাকে ঘিরে ফেলেছে। হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন অনেকটা সুস্থ।
বৃহস্পতিবার (১০মার্চ) বেলা আড়াইটার দিকে রাজধানী ঢাকার পান্থপথে অবস্থিত গ্রীণ লাইফ হাসপাতালের নবম তলার ৯১৮ নম্বর কেবিনে তাঁর শারীরিক খোঁজখবর নিতে গিয়ে কিছু সময় কথা হয় বর্ষিয়ান এই রাজনীতিবিদের সাথে।
আলাপকালে সিলেটবাসীকে তাঁর স্বপ্নের কথা জানতে চাইলে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘সিলেটবাসীর জন্য অনেক স্বপ্নই তো আছে। যা করেছি তা নিয়ে ভাবি। কিন্তু শেষ পর্যন্ত সিলেট কেন্দ্রীয় কারাগারের (পুরাতন) স্থলে সেন্ট্রাল পার্কের স্বপ্ন বুনেছিলাম। এটা বাস্তবায়ন হচ্ছে দেখলে আমি সবচেয়ে আনন্দিত হবে।’
কথাবার্তায় মনে হচ্ছে আসলেই তিনি এখন অনেকটা সুস্থতা বোধ করছেন।স্পষ্ট আওয়াজে কথা বলে যাচ্ছেন।
এমন সময় তাকে জিজ্ঞেস করা হল- আপনি নাকি ১৪ এপ্রিল সিলেট যাচ্ছেন। প্রতিত্তোরে তিনি বলেন, সিলেট যাওয়ার জন্য আমি উদগ্রীব হয়ে আছি।আমার মন চাচ্ছে সিলেটবাসীকে দেখতে।
বৃহস্পতিবার তাকে দেখতে হাসপাতালে যান সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল, সিসিক’র ১৯নং ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমিন তৌহিদ, সাবেক ব্যক্তিগত ককর্মকর্তা কিশোর ভট্রাচার্জ্য জনি ও সাংবাদিক আতিকুর রহমান নগরী।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিরাত সফর শেষে দেশে ফিরলে তাঁর সাথে ফোনে কথা বলে পুরাতন কারাগারে পার্ক প্রতিষ্ঠা করার বিষয়টি নিয়ে আলাপ করবেন বলে জানান আবুল মাল আবদুল মুহিত।
উল্লেখ্য, ২০১৬ সালের ১১ জানুয়ারি আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রী থাকাবস্থায় বাদাঘাটের নতুন কারাগার পরিদর্শনকালে বলেছিলেন নগরীর অভ্যন্তরে বিদ্যমান বর্তমান কারাগারটিকে চিত্তবিনোদনের জন্য পার্ক হিসেবে রূপ দেওয়া হবে। এটি হবে নগরীর ফুসফুস।