সুনামগঞ্জ

নিত্যপণ্যের ঊর্ধগতির প্রতিবাদে সুনামগঞ্জে কৃষক দলের বিক্ষোভ মিছিল,পুলিশের বাধা

সুনামগঞ্জ প্রতিনিধি: চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধগতির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী কৃষকদল।

বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাসটেশন থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি মিছিলটি বের করেন সংগঠনের নেতাকর্মীরা।
মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করতে চাইলে কামারখালী এলাকায় বাধা দেয় পুলিশ। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক আনিসুল হক এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল ওয়াদুদ চেয়ারম্যান এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা কৃষকদল যুগ্ম-আহবায়ক আকুল আলী,সিরাজুল ইসলাম পলাশ,ফরিদ উদ্দিন আহমেদ,সুনামগঞ্জ জেলা কৃষকদল যুগ্ম-আহবায়ক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী সাবেক ভাইস,সুনামগঞ্জ জেলা কৃষকদল যুগ্ম-আহবায়ক লুৎফুর রহমান,খলিলুর রহমান, সৈয়দ আজমল হোসেন,অজিত দাশ, বালিজুরী ইউনিয়ন বিএনপি সভাপতিসাখাওয়াত হোসেন,তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হুদা,তাহিরপুর উপজেলা বিএনপি নেতা বেলায়েত হোসেন,সুনামগঞ্জ জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু সুনামগঞ্জ সদর উপজেলা যুবদল যুগ্ম-আহবায়ক মমিনুল হক কালচানসুনামগঞ্জ জেলা ছাত্রদল আহবায়ক জাহাঙ্গীর আলম,সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন,তাহিরপুর উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম-আহবায়ক আবু সায়েম,তাহিরপুর উপজেলা বিএনপি নেতা মহিবুর রহমান,তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক বাদল মিয়া, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক শাহিন মিয়া, তাহিরপুর উপজেলা বিএনপি নেতা লাল মিয়া মেম্বার,তাহিরপুর উপজেলা বিএনপি নেতা আব্দুস শহীদ মেম্বার,বড়দল উত্তর ইউনিয়ন যুবদল সাবেক আহবায়ক আক্তার হোসেন,তাহিরপুর উপজেলা যুবদল যুগ্ম-আহবায়ক-বাবুল মিয়া,তাহিরপুর সদর ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি আবুল কালাম,তাহিরপুর উপজেলা যুবদল যুগ্ম-আহবায়ক জিয়াউর রহমান আখঞ্জী,যুবদল নেতা ফারুক মিয়া মালু মিয়াসহ এসময় সুনামগঞ্জ জেলা বিএনপি, যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,কৃষকদল ও অংঘ সংগঠনের সিনিয়র/জুনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। দেশের মানুষ না খেয়ে থাকলেও ঊর্ধগতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই এর দায় নিয়ে সরকারের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Back to top button