সুনামগঞ্জ

তাহিরপুরে দুপক্ষের সংঘর্ষে নারী,শিশুসহ ১০জন আহত,১জন আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সামায়ুন কবির ও লোলন মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষে নারী,শিশুসহ ১০জনকে আহত করেছে প্রতিপক্ষরা।

এ ঘটনায় সাথে জড়িত দীলশাদ মিয়া নামে একজনকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। তিনি ভাটি তাহিরপুর গ্রামের ছফু মিয়া ছেলে।
বৃহস্পতিবার সকাল আটটায় ভাটি তাহিরপুর কালী বাড়ি সড়কে সামায়ুন কবির ও লোলন মিয়ার লোকজনের মধ্যে ঘটনাটি ঘটে।

জানায়,বৃহস্পতিবার সকাল ভাটি তাহিরপুর সরকের কালী মন্দিরের ভাটি তাহিরপুর গ্রামের লোলন (৫০) ও সামায়ুন কবিরের মধ্যে কথা কাটাকাটির এক প্রর্যায়ে হাতাহাতি হলে দু পরিবারের মধ্যে জানাজানি হলে দু পক্ষে লোকজন দেশিও অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয় পক্ষের শিশু,নারীসহ ১০ জন আহত হয়েছে। গুরুত্বর আহত সামায়ুন কবির,কুলসুমা ও শিশু জায়মাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রের্ফাড করে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

তাহিরপুর থানার এস আই গোলাম হাক্কানী জানান,জমি সংক্রান্ত বিষয় নিয়ে দু পক্ষে লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এক জনকে আটক করা হয়েছে।

Back to top button