সিলেট

শাবির ৬ শিক্ষার্থী পেলেন স্কলারশিপ অ্যাওয়ার্ড

টাইমস ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৬ শিক্ষার্থী ‘পিটার হোর অ্যান্ড মোস্তাক রহমান স্কলারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, স্নাতক শেষ বর্ষ থেকে ফিমেল ক্যাটাগরিতে তাসপিয়া মোহান্মদ মেরিনা, মেল ক্যাটাগরিতে যৌথভাবে তাওফিকুর রহমান নিহাল ও মাসুম বিল্লাহ। স্নাতক প্রথম বর্ষ থেকে ফিমেল ক্যাটাগরিতে চৌধুরী আনিকা ফারাহ, মেল ক্যাটাগরিতে যৌথভাবে সাদিকুর রাহমান ও সম্রাজ পল।

অ্যাওয়ার্ড প্রদানকালে উপস্থিত ছিলেন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম, বিভাগীয় প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সহযোগী অধ্যাপক ড. চৌধুরী ফারহানা ঝুমা, সহকারী অধ্যাপক মনযুর-উল হায়দার, প্রভাষক নাবিলা কাউসার প্রমুখ।

এ বিষয়ে বিভাগীয় প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া বলেন, এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পিটার ও মোস্তাক এর উপস্থিত থাকার কথা ছিল কিন্তু পিটার এর অকাল মৃত্যু ও করোনা পরিস্থিতির কারণে ট্রাস্টিদের কেউ আসতে পারেনি। নৃবিজ্ঞান বিভাগ এজন্যে কৃতজ্ঞ। আমাদের কিছু প্রচেষ্টা আছে যাতে শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধির জন্যে আরো কয়েকটি স্কলারশিপ এর ব্যবস্থা করা যায়। এ ব্যাপারে আমাদের এল্যুম্নিরা এগিয়ে আসবেন বলে প্রত্যাশা করছি।

Back to top button