বিয়ানীবাজার সংবাদ

পরীক্ষার্থীর খাতা গায়েব, তিন শিক্ষকের বহিষ্কারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ কেন্দ্র থেকে এক ছাত্রীর উত্তরপত্র গায়েব হওয়ার ঘটনায় তোলপাড় চলছে। একে অপর পক্ষকে করছেন দোষারোপ। এমন ঘটনার প্রতিবাদে ও ভিকটিম ছাত্রীকে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এদিন পরীক্ষা কক্ষের দায়িত্বে থাকা ৩ শিক্ষককে বরখাস্ত, ভিকটিম ছাত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, উত্তরপত্র উদ্ধার এবং পরীক্ষা নেয়ার দাবীতে মানববন্ধন থেকে আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। আগামী ৩ দিনের মধ্যে এসব দাবী মেনে না নিলে শিক্ষার্থীদের উদ্যোগে কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করা হয়।

বৃহস্পতিবার সকালে বিয়ানীবাজার পৌরশহরের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ফরিদা বেগম, রুমা বেগম, শাহনাজ বেগম, সুলতানা বেগম, আকমল হোসেন, আশরাফ হোসেন, তুহিন আহমদ, শাহজাহান প্রমুখ।

ভূক্তভোগী বিয়ানীবাজার সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী রেহানা বেগম জানান, গত ৫ মার্চ ‘বাংলা সাহিত্যের ইতিহাস’ বিষয়ে পরীক্ষা দিয়ে বাড়ি চলে যান। ওই দিন নির্দিষ্ঠ সময়ের আধাঘন্টা পূর্বে ওই কক্ষের সকল পরীক্ষার্থীর ওএমআর নিয়ে নেন দায়িত্বরত শিক্ষকরা।
পরীক্ষা শেষে হলে নিজ কক্ষের দায়িত্বশীল শিক্ষকদের হাতে উত্তরপত্র জমা দিয়ে বাড়ি চলে যান। এদিন রাত অনুমান সাড়ে ৯ টার দিকে হঠাৎ করে পরীক্ষাকেন্দ্র থেকে ওই কক্ষের বেশ ক’জন পরীক্ষার্থীকে ফোন করে উত্তরপত্র পাওয়া যাচ্ছেনা বলে জানানো হয়। তিনি আরো জানান, মঙ্গলবার পরীক্ষা দিতে আসার পর তাকে কক্ষ থেকে বের করে দেন দায়িত্বরত শিক্ষকরা। এতে তিনি ‘মধ্য যুগের কবিতা’ বিষয়ে পরীক্ষা দিতে পারেননি। পরীক্ষা না নেয়ার বিষয়ে জানতে চাইলে ওই ছাত্রী জানান, তাকে বহিষ্কার করা হয়েছে।

সূত্র জানায়, ৫ মার্চ পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করেন প্রভাষক আতিউর রহমান, প্রভাষক আব্দুল মান্নান ও প্রভাষক সামছ উদ্দিন। মঙ্গলবার পরীক্ষা দিতে না পেরে ওই ছাত্রী বিয়ানীবাজার সরকারি কলেজ কলেজ ক্যাম্পাসে দিনভর কান্নাকাটি করেন। পরে লিখিত অভিযোগ নিয়ে তিনি ইউএনও’র কাছে জমা দেন। ওইদিন পরীক্ষা কক্ষের দায়িত্বে থাকা ৩ শিক্ষককে বরখাস্তের দাবী জানান শিক্ষার্থীরা।

এব্যাপারে বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ রফিক মল্লিক বলেন, বিষয়টি জেনেছেন তবে বিষয়টি নিয়ে কলেজ প্রশাসনের কিছুই করার নেই। পরিক্ষার নিয়ম অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান বলেন, পয়ত্রিশ জন পরীক্ষার্থীদের মধ্যে একটি উত্তরপত্র কম পেয়ে আমরা সাথে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই তারা ব্যবস্থা নিয়েছেন, তবে শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে সেদিন পরীক্ষার হলে দায়িত্বরত তিন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে সাময়িক অব্যহতি দেয়া হয়েছে। তিনি আরো বলেন, যেহেতু পরীক্ষাটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেহেতু তারা সার্বিক বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিবে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক নূর জানান, লিখিত অভিযোগ পেয়ে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের কাছে প্রেরণ করা হয়েছে। তদন্তসাপেক্ষে এব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

Back to top button