সিলেট

সিলেটে এমসি কলেজের শিক্ষার্থীদের রাস্তা অবরোধ প্রত্যাহার

টাইমস ডেস্কঃ সিলেট এমসি কলেজের এক শিক্ষার্থীকে ১৫ হাজার টাকার মামলা দেওয়ায় কলেজের সামনের রাস্তা প্রায় ঘন্টাখানেক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

দীর্ঘ দেড় ঘন্টা অবরোধের পর পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ায় দুপুর ৩টায় অবরোধ তুলে নেয় তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাস্তা উভয় পাশে প্রায় হাজার খানেক যানবাহন আটকা পড়েছিল। ধীরে ধীরে ট্রাফিক পুলিশের সহায়তায় তা স্বাভাবিক হচ্ছে।

উল্লেখ্য, সকালে এমসি কলেজের এক শিক্ষার্থীকে ট্রাফিক আইন অমান্যের অভিযোগ এনে জরিমান করে ট্রাফিক পুলিশ। এর প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখে।

Back to top button