সিলেটে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্কঃ সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সোবহানীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মো: আনোয়ার হোসেন (৪৭) নামক এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার সিলেট জেলার, শাহ্পরাণ থানার, খাদিমনগর বহর আ/এ বাসায় বসবাস করে আসছিলো
অভিযান পরিচালনায় অংশ নেন এসআই সুমন চক্রবর্তী, পুলিশ পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান, কনস্টেবল নূর মোহাম্মদ, কনস্টেবল আশিকুর রহমান, কনস্টেবল কামাল উদ্দিন।
মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট গুলো সিলেট কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে।
উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।