সিলেটে মশার উৎপাতের প্রতিবাদে মশারি মিছিল!

সিলেটঃ বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা এবং সিলেট বিভাগের যুব সংগঠক, আত্মকর্মী ও বাংলাদেশপ্রেমী সৃষ্টিশীল যুবকদের সমন্বয়ে ‘এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের’ নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে নগরীতে মশারি টানিয়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ মার্চ) সকাল ১১টায় মশা নিধনে বাস্তবভিত্তিক সুদূরপ্রসারী কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মশারি টানিয়ে শোভাযাত্রা সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জিন্দাবাজার পয়েন্ট ও কোর্ট পয়েন্ট হয়ে সিলেট সিটি কর্পোরেশন গিয়ে শেষ হয়।
এরপর বেলা সাড়ে ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে শোভাযাত্রা ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সংস্থাদ্বয়ের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মো. রজব আলী দেওয়ান, প্রবাসফেরত যুবনেতা মাসুম মিয়াজী, দুর্নীতিমুক্ত বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রকি দেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি মো. আশরাফ উদ্দিন, মো. হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মো. আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক (সিলেট জেলা) মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সাংগঠনিক সম্পাদক (হবিগঞ্জ জেলা) মো. বাহাউদ্দীন বাহার, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া হিমু, প্রচার ও যোগাযোগ সম্পাদক মো. রমজান আহমদ শাকিল, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরিফুর রহমান মিসবাহ, সদস্য মো. জমসের উদ্দীন, মো. শফিকুল ইসলাম ও জামাল হোসেন।