অপরাধ চিত্র

তিন ভাই-ই ভুয়া চিকিৎসক

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ থেকে দুই ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৯ মার্চ) দুপুরে র‌্যাব-১১-এর উপপরিচালক এ কে এম মুনিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার লাঙ্গলবন্দ চিড়াইপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতাররা হলেন নারায়ণগঞ্জ বন্দরের জাংগালের মনির হোসেনের দুই সন্তান মো. সোহাগ (৩৯) এবং নুর মোহাম্মদ সুজন (২৭)।

এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত দুই জন আপন ভাই। তাদের আরেক ভাই পালিয়ে গেছে। তারা বন্দরের চিড়াইপাড়ায় মা মেডিকেল হল অ্যান্ড ডক্টরস চেম্বার প্রতিষ্ঠানের পরিচালক।

কম্পাউন্ডার পরিচয়ে বিভিন্ন রোগ নির্ণয়ের কথা বলে রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করত। এছাড়া চিকিৎসকের পরামর্শক্রমে বিভিন্ন ধরনের ভ্যাকসিন পুশ করতো।

র‍্যাব জানিয়েছে, এদের কারোরই মেডিকেল ও মেডিসিন বিষয়ক শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নেই। তাদের আপন ছোট ভাই সোহেল মাহমুদও (২৬) ভুয়া চিকিৎসক। গ্রেফতারের আগেই তিনি পালিয়েছেন। এরা কেউই বিএমডিসি অনুমোদিত কিংবা একাডেমিক সনদধারী কোনো নিবন্ধিত চিকিৎসক নন।

আরও পড়ুন : ছাত্রলীগের হল সম্মেলনকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ

র‌্যাব আরও জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তবে সাংবাদিকতার জন্য ন্যূনতম যোগ্যতাও তাদের নেই। সাংবাদিকতাকে পুঁজি বিভিন্ন অন্যায় কর্মকাণ্ডে তারা লিপ্ত ছিল। এ পেশাকে তারা ঢাল হিসেবে ব্যবহার করতো। কোন ধরনের ড্রাগ লাইসেন্স ছাড়াই তারা ফার্মেসিতে বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধ এবং স্বল্পমূল্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করতো।

তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের উপপরিচালক এ কে এম মুনিরুল আলম।

Back to top button