বিজ্ঞপ্তি

বিয়ানীবাজার উপজেলা তালামীযের শিক্ষা সফর সম্পন্ন

বৈচিত্র্যের সন্ধানী মানুষ কখনো স্থির হয়ে বসে থাকতে পারে না। নতুন আকর্ষণে মানুষ প্রতিনিয়ত এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। দেশ সফর মানুষের জ্ঞান সঞ্চয়ের ও অবকাশ যাপনের একটি উৎকৃষ্ট পন্থা। এতে অভিজ্ঞতা বাড়ে এবং হৃদয়ের প্রসার ঘটে। এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর-২০২২ সম্পন্ন হয়েছে।

গতকাল (৬মার্চ রোজ রবিবার) সকাল ১১ঘটিকায় বিয়ানীবাজার কলেজ রোডে অবস্থানরত নির্দিষ্ট বাসে দোয়ার মাধ্যমে ‘সৈয়দ নাসির উদ্দীন সিপাহসালার (রহ.) মাজার সহ শ্রীমঙ্গলের বিভিন্ন দর্শনীয় স্থান গমনের উদ্দেশ্যে প্রায় ৪৫ জনের কাফেলা যাত্রা শুরু করেন। এসময় আনন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ফাহাদ আহমদ শিপু।

যাত্রাপথে সংগঠনের উপজেলার সাংগঠনিক সম্পাদক হাঃ জফরুল আলমের পরিচালনায় কেরাত, নাশিদ, বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় হয়।

সফর শেষে ফেরার পথে অনুভূতি প্রকাশ করেন সফরে অংশগ্রহণকারীরা ।

পরিশেষে শাখা সভাপতি হিজবুল হোসাইন তারেক প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণ পরবর্তীতে হবে বলে ঘোষণা দেন।

Back to top button