বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে অভিনব কায়দায় জুয়েলারি দোকানে ৬ লক্ষাধিক টাকা স্বর্নালংকার চুরি

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদনঃ এ যেনো ভারতীয় থ্রিলার সিনেমা ধুমের গল্প, চোখের সামনে নিজের ছয় লক্ষাধিক টাকার স্বর্ন নিয়ে গেছে এক চোর, অথচ টের পাননি জুয়েলার্সের মালিক নিজে। সিনেমাকে হার মানিয়েছে এ চুরি, তবে চুরি করে পার পাবেন না অভিনব পন্থায় স্বর্নালংকার হাতিয়ে নেয়া চোর। কারন মার্কেটের সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই চোরের মুখাবয়ব।

রবিবার (০৭ মার্চ) বিকালে বিয়ানীবাজার পৌরশহরের আজির প্লাজায় মক্কা জুয়েলার্স নামক একটি জুয়েলারি দোকান থেকে অভিনব পন্থায় প্রায় সাড়ে ৫ লক্ষাধিক টাকার স্বর্নালংকার নিয়ে চম্পট দিয়ে একজন চোর। এর আগে পৌরশহরের নয়াগ্রামস্থ আরেক জুয়েলার্স দিলিপ জুয়েলার্সে হানা দেয় চোর, তবে স্বর্ন পছন্দ করে রশিদ করিয়ে পরে আর যায়নি স্বর্ন আনতে।

মক্কা জুয়েলার্সের স্বত্বাধিকারি বাবলুর রহমান জানান, একটি স্বর্নালংকার সেট কিনতে আসেন স্যুট পরিহিত এক ভদ্রবেশী চোর, নিজেকে পরিচয় দেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা হিসাবে, পছন্দ করেন প্রায় ৭ ভরি স্বর্নালংকার। স্বর্নালংকার কেনার ফাকে কখন ব্যাগের বাক্সের ভিতর থেকে হাতিয়ে নেন স্বর্নালংকার টের পাননি নিজেও। পরে টাকা আনতে গিয়ে ফেরত না আসায় সন্দেহ হলে ব্যাগ খুলে দেখেন স্বর্নালংকার নেই বাক্সের মধ্যে। তৎক্ষনাত মার্কেট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন তিনি এবং পরে বিয়ানীবাজার থানায় অভিযোগ দায়ের করেন।

অভিনব এ চুরির সময় দোকানে উপস্থিত ছিলেন মক্কা জুয়েলার্সের স্বত্বাধিকারির আপন ছোট ভাই আলম জুয়েলার্সের মালিক আনোয়ার হোসেন আলম। তিনি বলেন, কখন কি ঘটে গেছে তিনিও টের পাননি।

চুরির ঘটনার খবর পেয়ে মার্কেটে ছুটে আসেন মার্কেটের দায়িত্বে থাকা সালেহ আহমদ। তিনি বলেন, মার্কেটের সিসি ক্যামেরা দেখে জুয়েলারি মালিক সনাক্ত করেন চোরের ছবি।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, চুরির ব্যাপারে বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ পেয়েছি, পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

Back to top button