আধুনিক ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই- বিয়ানীবাজারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

নিজস্ব প্রতিবেদকঃ আধুনিক এ প্রযুক্তির যুগে যুগোপযোগী শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে সকল দুয়ার খুলে দিয়েছে, আর প্রযুক্তিনির্ভর এসব শিক্ষায় শিক্ষিত হয় আমাদের নতুন প্রজন্ম আগামীর বাংলাদেশ গড়বে।
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি রবিবার সকালে বিয়ানীবাজার পৌরশহরের খাসায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ কাজের ভিত্তিগ্রস্থর স্থাপন ও বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শহরের পাশাপাশি গ্রামীন অঞ্চলও যাতে বাদ না পড়ে সেজন্য আধুনিক বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উপজেলা লেভেলে। তিনি আরো বলেন, শিক্ষার গুনগত মান পরিবর্তন হয়ে বিশ্বমানের হয়েছে তাইতো করোনাকালে ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে পাঠদান নিয়েছেন শিক্ষার্থীরা।
সাংসদ নুরুল ইসলাম নাহিদের সাথে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল হাছিব মনিয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, সহ-সভাপতি ছালেহ আহমদ বাবুল ও আব্দুল খালিক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ টিটু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ প্রমুখ।
উল্লেখ্য, বিয়ানীবাজার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ‘১০০ টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল নির্মাণ প্রকল্পের’ আওতায় এটি স্হাপন করা হচ্ছে। বিয়ানীবাজারের পৌর শহরের খাসা দীঘিরপার এলাকায় বিলুপ্ত ইংলিশ মিডিয়াম স্কুল (এমই স্কুল) এর জমিতে এটি নির্মিত হচ্ছে। জমি অধিগ্রহণসহ ওয়ার্কসপ ও সার্ভিস এরিয়াসহ ৫তলা ও একাডেমিক কাম ৪তলা প্রশাসনিক ভবনের নির্মাণে প্রায় ১৮ কোটি টাকা ব্যয় হচ্ছে।