বিয়ানীবাজার সংবাদ

ইউক্রেনকে সাহায্যের আকুতি এক কাশ্মীরি গৃহবধূর

রুশ সেনা বাহিনীর অবিরাম ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের কিয়েভ, খারকিভসহ একাধিক বড় শহর।

ইউক্রেনে রুশ সমরাভিযান থামার নাম নেই। গত ১০ দিনেই বদলে গেছে গোটা দেশের চেহারা।

এই অসম যুদ্ধে ইউক্রেনকে যেভাবেই হোক সাহায্য করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আকুতি জানিয়েছেন ইউক্রেন বংশোদ্ভূত কাশ্মীরের গৃহবধূ ওলিজা।

কাশ্মীরি এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় ওলিজার। বিয়ের পর থেকেই জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় থাকেন তিনি। ইউক্রেনে থাকেন তার পরিবার-পরিজন। খবর আনন্দবাজার পত্রিকার।

ওলিজা বলছেন, ‘ভীষণ দুশ্চিন্তায় আছি। আমার গোটা পরিবার ওখানে। কী অবস্থায় ওরা আছেন, কিছুই বুঝতে পারছি না।’

ভারতীয় একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ও ভারত সরকারের উদ্দেশে আবেদন জানান ওলিজা।

তিনি বলেন, ‘যে ভাবেই হোক আপনারা ইউক্রেনকে সাহায্য করুন। ইউক্রেনের মানুষ শান্তিতে থাকতেই পছন্দ করেন।’

গণতন্ত্র আর শান্তি প্রতিষ্ঠার জন্য আজ লড়ছে আমাদের দেশ। আমরা মন থেকে স্বাধীন। রাশিয়াকে আমাদের ঘরে ঢুকতে দেব না আমরা।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতির আবহে শুরু থেকেই ভারসাম্য রক্ষা করে চলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। জাতিসংঘে রাশিয়ার বিরোধিতা করে আনা প্রস্তাবের ভোটাভুটিতে ভারত অংশ না নিলেও সেনা অভিযানের বিরোধিতা করতে দেখা গেছে ভারতীয় প্রতিনিধিদের।

পাশাপাশি ইউক্রেনকে ত্রাণ ও ওষুধপত্র দিয়ে সাহায্য করারও সিদ্ধান্ত নিয়েছে ভারত।

Back to top button