বিয়ানীবাজার সংবাদ

ইসলামি ক্যালিগ্রাফিতে অনন্য মেধার স্বাক্ষর রাখছেন বিয়ানীবাজারের তরুণ

ছামির মাহমুদ: ইসলামি ক্যালিগ্রাফিতে অনন্য মেধার স্বাক্ষর রাখছেন বিয়ানীবাজারের তরুণ ছারওয়ার হোসেন ফৈয়াজি। তার আঁকা ক্যালিগ্রাফি মানুষকে মুগ্ধ করছে।

ঢাকার দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা ও ঢাকা বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছারওয়ারের বাড়ি বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের মিনারাই গ্রামে। পড়াশোনার পাশাপাশি শখ হিসেবে শুরু করেন ক্যালিগ্রাফি। এটিকে পেশা হিসেব ধরেই এখন কাজ করে যাচ্ছেন তিনি।

ঢাকার দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার একজন শিক্ষকের কাছে থেকেই ছারওয়ারের ক্যালিগ্রাফির হাতেখড়ি। এরপর নিচের চেষ্টা, একাগ্রতা, পরিশ্রম ও অধ্যবসায়ের কারণেই নিজেকে একজন সফল ক্যালিগ্রাফি শিল্পী হিসেবে গড়ে তুলছেন তিনি।

ছারওয়ার হোসেন ফৈয়াজি ইসলামি ক্যালিগ্রাফিকে গুরুত্ব দেন। তার শিল্পচিত্রে প্রতিনিয়ত ফুটে উঠছে কোরআন ও হাদিসের আয়াতসহ ইসলামি সংস্কৃতির নানা দিক। তিনি তার ক্যালিগ্রাফির মাধ্যমে ইসলামি সংস্কৃতি ও এর সুমহান ইতিহাসের পুনর্জাগরণ ফিরিয়ে আনতে চান।

ছারওয়ারের আঁকা ক্যালিগ্রাফি সবাইকে বিশেষ করে আলেম সমাজকে মুগ্ধ করছে। এরই মধ্যে তার অনেক শিল্প যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের ঘরে ঘরে শোভা পাচ্ছে। শুধু তাই নয়, নিজের গ্রামের বাড়ির প্রতিটি দেওয়ালে শোভা পাচ্ছে তার আঁকা ক্যালিগ্রাফি।

ছারওয়ার হোসেন ফৈয়াজি বলেন, ‘প্রথমে নিজের কাজগুলোতে আরও দক্ষতা ও পেশাগত মোড় দিতে চাই। নিজেকে দক্ষ করে গড়ার পাশাপাশি এই বিষয়ে অন্যদেরও প্রশিক্ষণ দিতে চাই।’

তিনি বলেন, ‘প্রফেশনালি নিলে এই ক্যারিয়ারের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ক্যালিগ্রাফি রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রাও অর্জন করা সম্ভব। ক্যালিগ্রাফিতে তুরস্ক, ইরান, মিসর এগিয়ে আছে। আমাদের দেশে এখন ভালো কাজ হচ্ছে।’

বিয়ানীবাজার উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ইব্রাহিম মাহফুজ বলেন, ‘ছারওয়ার ভাই খুব সুন্দর ইসলামি ক্যালিগ্রাফি আঁকেন।’

Back to top button