বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে পুত্রের হাতে মুক্তিযোদ্ধা পিতা খুন, পুত্রের স্বীকারোক্তি

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে মাদকাসক্ত পুত্রের হাতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ (৭৫) পিতা নির্মমভাবে খুন হয়েছেন। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুর আড়াইটায় উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে এই নির্মম খুনের ঘটনা ঘটে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল ঘাতক পুত্রকে আটক করে এবং পরে জিজ্ঞাসাবাদে সে পিতা খুনের নির্মম ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে।

শুক্রবার (৪ মার্চ) দুপুরে সিলেটের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দিলরুবা ইয়াছমিনের আদালতে পিতাকে খুনের কারণ জানিয়ে নিজেকে অনুতপ্ত বলে জানায় ঘাতক জসিম।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে দেয়া জবানবন্দিকালে জসিম জানায়, ঘরের চাল নিয়ে বাইরে বিক্রিকালে দেখে ফেলেন বীর মুক্তিযোদ্ধা পিতা আব্দুল আজিজ। এ নিয়ে ঝগড়া শুরু হলে পিতাকে কুড়াল দিয়ে কোপ মারে সে।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ দ্বিতীয় বিয়ের পর থেকে পিতা এবং পুত্রদের মধ্যে বনিবনা ছিলনা। মাদকাসক্ত পুত্রের সাথে প্রায়ই এ নিয়ে ঝগড়াবিবাদ হতো। বৃহস্পতিবার বিকেলেও ঘর থেকে চাল নিয়ে বিক্রি করার চেষ্টা করে পুত্র, এসময় পুত্রকে আব্দুল আজিজ বাধা দিলে পুত্র কুড়াল দিয়ে আঘাত করেন পিতাকে। তৎক্ষণাত মাটিতে লুটিয়ে পড়েন ওই বীর মুক্তিযোদ্ধা, কিছুক্ষণের মধ্যে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল থেকেই ঘাতক পুত্র জসিম উদ্দিনকে গ্রেফতার করে। শুক্রবার ময়নাতদন্ত শেষে রাষ্ট্রিয় মর্যাদায় নিহত বীর মুক্তিযোদ্ধাকে সমাহিত করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহতের ২য় স্ত্রী আম্বিয়া বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ঘাতক পুত্রকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আটক করে থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে সে খুনের ঘটনা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

Back to top button