মৌলভীবাজার

লাউয়াছড়ায় এক বছরে প্রাণ গেছে শতাধিক প্রাণীর

“বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। এদিকে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে সড়ক ও রেলপথে গাড়ী চাপায়,বিদ্যুৎস্পর্শে গত এক বছরে শতাধিক প্রাণী মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

দিবসটি উপলক্ষে মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধানে ও লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া ক্যাম্প সংলগ্ন কমলগঞ্জ উপজেলার প্রবেশদ্বারে বন্যপ্রাণী অবমুক্তকরণ ও শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে বন্যপ্রাণীর মৃত্যুরাধে গাড়ীর গতি নিয়ন্ত্রণ কর্মসূচী পালন করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী ও কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিকের পরিচালনায় বন্যপ্রাণীর মৃত্যুরাধে গাড়ীর গতি নিয়ন্ত্রণ কর্মসূচীর উদ্ভোধন করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মেহেদী হাসান।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক শ্যামল মিত্র, লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. সিদ্দেক আলী, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহীদুল আলম, লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মামুনুর রশীদ, কালাছড়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন, কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মঞ্জুর আহমেদ মান্না, পরিবেশকর্মী মো. আব্দুল আহাদ, পরিবেশকর্মী সজীব দেবরায়, প্রচার সম্পাদক সাদিকুর রহমান সামু, সহ-সম্পাদক সালাউদ্দিন শুভ, রুহুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলার সধারণ সম্পাদক নুরুল মোহাইমিন মিল্টন, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী বাপন, মোন্তাফিজুর রহমান, পরিবেশকর্মী খোকন সিংহ প্রমুখ।

এছাড়া বিএনসিসি ও স্কাউট সদস্য, শ্রীমঙ্গল বাই-সাইকেল রাইডিং সমিতির সদস্যরা, সাংবাদিক, পুলিশ, র‌্যাব-৯ এর সদস্য ও বনকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মেহেদী হাসান, মৌলভীবাজার বন্যপপ্রণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী ও কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিকসহ উপস্থিত অন্যান্যরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া ক্যাম্প সংলগ্ন স্থানে একটি উদ্ধারকৃত মহাবিপন্ন শুকর লেজি বানর অবমুক্ত করেন।

এদিকে , বন বিভাগের সূত্রে জানা যায়, গত এক বছরে লাউয়াছড়া বনে ৫টি অজগর, ৩০টি বিষাক্ত সাপ, ৫টি চিত্রা হরিণ, ২টি বনবিড়াল, ৩টি বন্য শূকর, ৭টি বানরসহ নানা প্রজাতির বন্য প্রাণী মারা গেছে। নানাভাবে আহত হয়েছে অনেক প্রাণী। পাশাপাশি গত ১০ বছরে বনের মূল্যবান গাছ কাটায় বন্য প্রাণী খাদ্য সংকটে পড়েছে।

বন বিভাগ ও বন্য প্রাণী সেবা সংস্থা শ্রীমঙ্গলের তথ্য মতে, ২০২০ সালের জুন থেকে গত জানুয়ারি পর্যন্ত লোকালয়ে বেরিয়ে যাওয়া ১০টি অজগর, ২টি ফণীমনসা, ৫টি শঙ্খিনী, ২টি পিট ভাইপারসহ বিভিন্ন জাতের ৫০টি সাপ, ১০টি গন্ধগোকুল, ৫টি মেছোবিড়াল, ৫টি বিষাক্ত সাপ, ৭টি লজ্জাবতী বানর, ৩টি বনরুই, ৫টি হরিণ শাবক, বিভিন্ন প্রজাতির ৫০টি পাখিসহ দুই শতাধিক আটক ও আহত বন্য প্রাণী লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়েছে। তবে অবমুক্তের পরও অনেক প্রাণী অসুস্থ হয়ে মারা গেছে, আবার লোকালয়ে চলে গেছে।

লাউয়াছড়া সহব্যবস্থাপনা কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, ১০ বছর আগে লাউয়াছড়ার পরিবেশ ছিল প্রাণীর অনুকূলে, কিন্তু বর্তমানে প্রাণীর বসবাসের পরিবেশ নেই, নানা কারণে নষ্ট হচ্ছে বন। প্রায় ৪০ শতাংশ গাছ উজাড় হয়ে গেছে। বনের ভেতরের ছড়া শুকিয়ে গেছে।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, বন্য প্রাণী রক্ষায় কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, আরও নেওয়া হবে।

Back to top button