বিয়ানীবাজারে পুত্রের হাতে পিতা খুন

টাইমস প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নে তাজপুর এলাকায় পুত্র জসিম উদ্দিনের হাতে তার পিতা বীর মুক্তি যোদ্ধা আব্দুল আজিজ খুন হয়েছেন।
বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তার পুত্র জসিম উদ্দিনকে মাদক সেবন না করার জন্য জোড় করেন। এক পর্যায়ে তাদের মাঝে কথাকাটাকাটি হয়। ঘাতক পুত্র ক্ষিপ্ত হয়ে দুপুরে কুড়াল দিয়ে পিতার মাথায় আঘাত করে।
ঘটনা স্থলে সাথে সাথে গুরুতর আহত হন পিতা আব্দুল আজিজ। পরে প্রতিবেশী এবং স্থানীয়দের সহযোগীতায় আহত অবস্থায় আব্দুল আজিজকে ঘটনা কবলিত স্থান থেকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক আহত আব্দুল আজিককে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনা স্থলে বিয়ানীবাজার থানার ওসি হিল্লোলরায়সহ বিয়ানীবাজার থানা থেকে একদল পুলিশ গিয়ে সেখানে উপস্থিত হয় এবং ঘাতক পুত্র জসিমকে আটক করে। পরে ঘটনা স্থল পরিদর্শন করেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন।
জানা যায় ঘাতক পুত্র জসিম নিহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের প্রথম স্ত্রীর পুত্র।