বিয়ানীবাজারে ঝাড়-ফুঁকের নামে চলছে অপচিকিৎসা, স্বাস্থ্য কর্মকর্তার কঠোর হুশিয়ারি!

জুবায়ের আহমদঃ বিয়ানীবাজারে কু-সংস্কারের চিকিৎসা ঝাড়-ফুঁক। ওঝার নিজস্ব তৈরি পদ্ধতিতে চলে এই চিকিৎসা৷ চিকিৎসা বিজ্ঞানে যার কোন ভিত্তি নেই। বৈজ্ঞানিক কোন ভিত্তি না থাকায় এই চিকিৎসার বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের রয়েছে কঠোর হুসিয়ারী!
বিশ্বে চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটলেও ঝাড়-ফুকের কুসংস্কারে আচ্চন্ন এখন বিয়ানীবাজারের মানুষ।এই উপজেলায় বিভিন্ন ধরণের রোগ থেকে মুক্তি পেতে ওঝা দিয়ে ঝাড় ফুক করা হয় গ্রামে গ্রামে। এই অপচিকিৎসা এখন মারাত্মক আকার ধারন করেছে৷ গ্রামের সহজ সরল মানুষ এখনও এসবে বিশ্বাস করায় প্রতি নিয়ত ঠকছেন, শরীরে বাধাচ্ছেন জটিল অসুখ।
ঝাড় ফুকের জন্য তেমন কোন সরঞ্জামের প্রয়োজন পড়ে না। কয়েকটি মোমবাতি, আগর বাতি, এবং ফুল দিয়ে চলে এই অপচিকিৎসা। রোগীকে সারা রাত একটি চেয়ারের মধ্যে বসিয়ে তার সামনে রাতভর বিভিন্ন গান পরিবেশন করেন ওঝা। সেই গানে তারা ব্যাবহার করেন নানা অশ্লিল শব্দ। আর সেই বিনোদন মূলক চিকিৎসা দেখতে বিভিন্ন স্থান থেকে আসেন অনেকেই। ঘর ভর্তি মানুষের সামনে চলে সার্কাস মূলক এ চিকিৎসা। এ চিকিৎসার ফলে কত জন ভালো হয়েছেন তা জানা না থাকলেও অনেকেই যে অসুস্থ হয়েছেন তা জানতে পেরেছে টাইমস টিভি।
সারা রাত বিরামহীন বসিয়ে রাখা রোগীকে শুকনো মাছ দিয়ে ছুঁকে দেয়া হয় পা কিংবা হাত। তাতেই নাকি বেড়িয়ে যায় সব ব্যাথা। এমন কুসংস্কারকে প্রতিষ্ঠা করে ফেলেছেন ওঝারা বিয়ানীবাজারের বিভিন্ন গ্রামে।
এ বিষয়ে টাইমস টিভি কথা বলে বিশেষজ্ঞ এই চিকিৎসকের সাথে। স্বাস্থের জন্য এ চিকিৎসা ঠিক কতটা হুমকিস্বরুপ বেরিয়ে আসে চিকিৎসকদের কথায়।
মেডিসিন ও ডায়বেটিস ও বিশেষজ্ঞ ডাক্তার শিব্বির আহমদ শোহেল জানান গ্রামের এই চিকিৎসা হচ্ছে একটি অপোচিকিৎসা। যার ফলে ভুক্তভোগীদের শারীরীক অবস্থা চরম নাজুক হচ্ছে। পাশাপাশি টাকা ও খরচ হচ্ছে। সাধারণ মানুষকে সচেতন হতে হবে। এ রকম অপ-চিকিৎসা থেকে সবাইকে দূরে সরে আসতে হবে।
তিনি আরও বলেন এরকম অপচিকিৎসা যেখানে হয় সেখানেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নির্বাহী মেজিস্ট্রেইটকে নিয়ে অভিযান করা উচিত। এরকম অপচিকিৎসার নামে যারা ভন্ডামি করছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।
এ রকম কু-সংস্কার আর স্বাস্থের জন্য ক্ষতিক্ষর চিকিৎসার বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহণ করা হবে কী না জানতে চাই উপজেলার শীর্ষ এই স্বাস্থ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান খুব শিঘ্রই এরকম চিকিৎসা যেখানে হয় সেই সব স্থানে অভিজান করা হবে। এই অপচিকিৎসা বন্ধ করতে যা যা প্রয়োজন সব ধরণের প্রদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।