বিয়ানীবাজার থেকে মোটর সাইকেল চুরি, চোরচক্র আটক!

টাইমস প্রতিবেদকঃ রাস্তায় বাইক পার্কিং করে রাখলে কিংবা বাসার নিছে গ্যারেজে রাখলে প্রায়সই গায়েব হয় বাইক। গেল বছরের ৩১ মে বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকা থেকে জাকির আহমদ ও তার এক সহকর্মীর তাদের ভাড়া বাসার গ্যারেজ থেকে চুরি হয় দুটি বাইক।
পরদিন ১ জুন তিনি বাদি হয়ে অভিযোগ করেন বিয়ানীবাজার থানায়। তার পর শুরু হয় বাইক উদ্ধার করতে বিয়ানীবাজার থানা পুলিশের অভিযান। আর তার তদন্ত ভার পড়ে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক মোস্তাক আহমদের উপর। ঘটনার ৭ মাস পেরিয়ে গেলেও অবশেষে চুরি কৃত দুটি বাইক উদ্ধার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
২১ ফেব্রুয়ারী গোলাপগঞ্জ থানার কানিশাইল এলাকার চোরচক্রের সদস্য রোবেল আহমদ(২৭) কে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারউক্তিমূলক জবানবন্দীর উপর ভিত্তি করে চোরচক্রের অপর সদস্য গোলাপগঞ্জ উপজেলার কানিশাইল এলাকার সাজ্জাদুল ইসলাম শাহী এবং একই উপজেলার বাঘা এলাকার আব্দুল আহাদকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ক্রয় করা বাইক দুটির ক্রেতা জয়নাল মিয়া(২২) ও হাসানুর রহমান(২৩) হাসানকে আটক করা হয়। পরে ডিসকোভার মোটর সাইকেল বিশ্বনাথ থানা এলাকা এবং এবং হোন্ডা বাইকটি দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সার্বিক দিক নির্দেশনায় এবং জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় এর তত্ত্বাবধানে তত্বপ্রযুক্তির সহায়তায় এই চোর চক্রকে আটক করা সম্ভব হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক মোস্তাক আহমদ।
তিনি জানান এই চোর চক্রকে ধরতে এবং চুরি কৃত বাইক দুটি উদ্ধার করতে অনেক বেগ পোহাতে হয়েছে। সাধারণ মানুষকে সেবা দিতে সব সময় চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভালোবাসেন বলে জানান তিনি।
তিনি আরও জানান আটককৃত চোর চক্রের সদস্যদের ২৫ ফেব্রুয়ারী(শুক্রবার) আদালতের মাধমে প্রেরণ করা হয়েছে।