শ্রীমঙ্গলে চা কারখানায় আগুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে কোম্পানির একটি চা কারখানায় আগুন লেগে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার রাজঘাট ইউনিয়নের ফিনলে চা কোম্পানির মালিকানাধীন ডিনস্টন চা কারখানায় এই আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এর কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা আবু তাহের বলেন, ভোরবেলা আমরা আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে যাই। এসময় মৌলভীবাজার জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডেপুটি ডিরেক্টর হারুন পাশাসহ শ্রীমঙ্গল স্টেশনের ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে এনেছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এখানে চা পাতা ও বিভিন্ন সরঞ্জামসহ প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি।