জুড়ীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিউজ ডেস্ক- মৌলভীবাজার জেলার জুড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার কামিনীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার সোনিয়া সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী। অভিযানকালে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার কামিনীগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৮ টি মামলায় ৮ ব্যক্তি/প্রতিষ্ঠানকে মোট ১৫৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নিবার্হী অফিসার সোনিয়া সুলতানা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।