বিজ্ঞপ্তি

সিলেট জেলায় জনবল নিচ্ছে পুলিশ, আবেদনের শেষ দিন ২৮শে ফেব্রুয়ারি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দেওয়া হবে। মোট চার হাজার জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩ হাজার ৪০০ জন পুরুষ এবং ৬০০ জন নারীকে এই পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য পুরুষ ও নারী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সিলেট জেলায় মোট ৯৫ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৮১ জন ও নারী ১৪ জন,মৌলভীবাজারে মোট ৫৩ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৪৫ জন ও নারী ৮ জন,সুনামগঞ্জে মোট ৬৮ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৫৮ জন ও নারী ১০ জন,হবিগঞ্জে মোট ৫৮ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৪৯ জন ও নারী ৯ জন।

নিয়োগ বিজ্ঞপ্তি:
নিয়োগদাতা প্রতিষ্ঠান :বাংলাদেশ পুলিশ
পদের নাম :ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)
পদের সংখ্যা :৪,০০০টি
আবেদনের তারিখ :১-২৮ ফেব্রুয়ারি ২০২২

অনলাইনে আবেদনের ঠিকানা : http://police.teletalk.com.bd

সিলেট জেলা পুলিশের বরাত দিয়ে বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান,সময়সূচি অনুযায়ী সিলেট জেলায় প্রার্থীদের শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট ২০-২২ মার্চ ২০২২ইং সকাল আটটায় অনুষ্ঠিত হবে । লিখিত পরীক্ষা হবে ২৯ শে মার্চ সকাল দশটায় । মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ৯ এপ্রিল সকাল দশটায় অনুষ্ঠিত হবে।

Back to top button