বিয়ানীবাজারে প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রদর্শনী সম্পন্ন

সারা দেশের সাথে বিয়ানীবাজারেও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এলডিডিপি’র সার্বিক সহযোগিতায় দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। এতে উপজেলার বিভিন্ন অঞ্চলের ডেইরি খামারিরা ৫০টি স্টল খুলেন।
প্রদর্শণীর সমাপনি অনুষ্ঠানে সেরা নির্বাচিত খামারিদের পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকু নূর। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডা. মোক্তাদির বিল্লাহ।
উন্নত জাতের গরু, ছাগলসহ বিভিন্ন জাতের পশু-পাখি নিয়ে খাসামিরা প্রদর্শনী মেলায় নিয়ে আসেন।
প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোক্তাদির বিল্লাহ বলেন, উন্নত জাতের ষাড় ও গাভীসহ পশু পালনে খামারিদের উদ্ভুদ্ধ করতে এ প্রদর্শনীর আয়োজন। এতে বেশি পরিমান দুধ ও মাংস উৎপাদনে দেশ এগিয়ে যাবে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকু নূর বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে দারিদ্রতা কমানো। এ লক্ষ্যে বেকার যুবকদের খামার গড়ার জন্য আগ্রহী করতে এ প্রদর্শনী দেশ ব্যাপী আয়োজন করা হয়েছে। বেশি করে খামার স্থাপনের মাধ্যমে দুধ ও মাংস উৎপাদন সম্ভব হবে। আমাদের লক্ষ্যপুরণ হলে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো।