বিয়ানীবাজারে অভিনব কায়দায় নামাযের সময় মোবাইল চুরি, সিসি ক্যামেরায় দৃশ্য, অতঃপর

নিজস্ব প্রতিবেদকঃ পোশাকে ফিটফাট, পেছনে ব্যাগ ঝুলানো, দেখলে মনে এ যুগের স্মার্ট তরুন, কোনোভাবেই বুজার উপায় নেই এই তরুন দোকানে ঢুকে কিছু চুরি করতে পারে। মাগরিবের নামাযের সময় বিয়ানীবাজারে আল আমিন শপিং কমপ্লেক্সের দুইতলায় অবস্থিত মোবাইল মার্কেট থেকে অভিনব কায়দায় মোবাইল চুরি করে নিয়ে যায় এই তরুন। ঘটনাটি ১৪ ফেব্রুয়ারি, সোমবার মাগরিবের সময়।
চুরির দৃশ্য ধরা পড়ে মার্কেটে অবস্থিত স্পাই জোনের ক্যামেরায়। ক্যামেরার দৃশ্যে দেখা যায়, খালি দোকানে একা ঢুকে ছিমছাম গড়নের স্টাইলিশ এ তরুন দুটি মোবাইল ব্যাগে ঢুকিয়ে চলে যায়। এসময় স্পাই জোনের ম্যানেজার মাহফুজ আহমদ মার্কেটে অবস্থিত মসজিদে নামায পড়তে গিয়েছিলেন জানিয়ে বলেন, এরকম চুরির ঘটনা আরো ঘটেছে, হয়তোবা অনেকেই টের পাননি।
তবে মোবাইল চুরির বিষয়টি মার্কেটে চাউর হলে আরো দুটি দোকানে চুরির বিষয়টি ধরা পড়ে। গত পহেলা ফেব্রুয়ারি একই মার্কেটের মাদার কম্পিউটারের ক্যাশ ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছে। ব্যবসায়ীদের দাবী একটি সিন্ডিকেট এসব চুরির সাথে জড়িত, সিসি ক্যামেরায় ধারন করা দৃশ্যের তরুনের সাথে আরো চোরচক্রের সদস্য থাকতে পারে। তারা এই তরুনকে জিজ্ঞাসাবাদ করলে বাকিদের ব্যাপারেও তথ্য পাওয়া যাবে বলে জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে চুরির দৃশ্যের ভিডিওটি মাসুক আহমদ এক ব্যবসায়ীর ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়লে চোর তরুনকে অনেকেই চিনেছেন বলে জানিয়েছেন। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছে ঐ তরুনের পরিবার। সবশেষ পাওয়া তথ্যমতে, ঐ তরুনের পরিবারের পক্ষ থেকে মার্কেট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন বলে জানা গেছে।