কুলাউড়া
কুলাউড়ায় তালাবদ্ধ ঘরে থেকে অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের কুলাউড়ায় তালাবদ্ধ ঘর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্র জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গনকিয়া গ্রামের হানিফ আলীর বাড়ির তালাবদ্ধ একটি ঘর থেকে ২টি পাইপগান, ১০টি রামদা, ১টি কুড়াল ও লোহার ফলাযুক্ত ২৩টি তীর উদ্ধার করেছে।
অস্ত্রগুলো পরে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।