বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে গৃহবধুর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের চেষ্টা, প”র্ণগ্রাফি মামলায় যুবক গ্রেফতার!

টাইমস প্রতিবেদকঃ সুযোগ বুঝে কৌশলে এক গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করেন এক যুবক। তারপর শুরু হয় সেই গৃহবধূকে ব্ল্যাকমেইল। দেওয়া হয় শারিরীক মিলনসহ নানা কু-প্রস্তাবের। এমনই অভিযোগের ভিত্তিতে এক যুবককে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।

অভিযুক্ত সেই যুবকের নাম জায়েদ আহমদ(২৪)। সে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়া গ্রামের গৌছ উদ্দিনের ছেলে।

বিয়ানীবাজার থানা সূত্রে জানা যায় ভুক্তভোগী সেই গৃহবধূর স্বামী থাকেন প্রবাসে। সেই সুযোগে জায়েদ তাকে প্রায়ই করতো বিরক্ত। ঘরের পিছনে দাঁড়িয়ে থাকতো কিংবা নানা ভাবে করতো তাকে উত্ত্যক্ত। বিভিন্ন সময় দিয়েছে নানা কু-প্রস্তাব। সবশেষ হঠাৎ অভিযুক্ত যুবক ভুক্তভোগীর গোসলের ভিডিও গোপনে মোবাইলে ধারণ করেন। তারপর ভুক্তভোগীকে তার কু-প্রস্তাবে রাজি হওয়ার জন্য জোর-জবরদস্তি করেন। ভোক্তভোগী তার প্রস্তাবে রাজি না হওয়ায় সে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। এক পর্যায়ে ভুক্তভোগী গৃহবধূ কোন উপায় না পেয়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় (০২ ফেব্রুয়ারী) অভিযোগ করেন।

অভিযোগ পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ তার সত্যতা যাচাই করে তৎক্ষনাৎ অভিযুক্ত যুবককে আটক করে।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক তদন্ত মেহেদি হাসান বিয়ানীবাজার টাইমস কে জানান অভিযোগের সত্যতা পেয়ে আমরা মামলা রুজু করি(মামলা নং- ০১) এবং অভিযুক্ত যুবককে আটক করি। আটকের পর প্রাথমিক ভাবে সে অভিযোগের কথা স্বীকার করে। পরে(০৩ ফেব্রুয়ারী) আদলতের মাধ্যমে অভিযুক্ত যুবককে কারাগারে প্রেরণ করা হয়।

Back to top button