বড়লেখা

বড়লেখায় চাচার মৃত্যুর শোকে মারা গেলেন ভাতিজি

বড়লেখা প্রতিনিধিঃ দীর্ঘদিন থেকে বাধ্যর্কজনিত নানা রোগে ভোগছিলেন হাফিজ উদ্দিন (৭০)। শনিবার বাদ সন্ধ্যা হ্রদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। চাচার মৃত্যুর খবর পেয়ে শোকে কাঁদতে কাঁদতে একইদিন মারা গেছেন ভাতিজি সুজন আক্তারও (৩০)। ঘটনাটি ঘটেছে বড়লেখা উপজেলার দক্ষিনভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলি (দক্ষিণ) গ্রামে।

রবিবার বাদ যোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

হাফিজ উদ্দিন একসময় কাঠমিস্ত্রী ছিলেন। পরবর্তীতে রোগাক্রান্ত হয়ে অনেকটা ঘরবন্দী হয়ে যান। শনিবার সন্ধ্যায় হ্রদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। চাচার মৃত্যুর খবর পেয়ে ভাতিজি সুজন আক্তার স্বামীর বাড়ি বর্নি থেকে ছুটে আসেন। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ সুজন আক্তার হাফিজ উদ্দিনের ছোট ভাই আছার উদ্দিনের মেয়ে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের চেয়ারম্যান এনাম উদ্দিন বলেন, ‘শনিবার রাতে কাঠালতলি দক্ষিন গ্রামে চাচার মৃত্যুর শোকে কাতর হয়ে ভাতিজিও মারা গেছে। তাদের মৃত্যুর খবরে পুরো ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।’

Back to top button