মৌলভীবাজারজুড়ী

১১ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে চমক দেখালো জুড়ীর ইব্রাহীম

খোরশেদ আলম: ১১ টি পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে চমক দেখালো মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ইব্রাহীম। ইব্রাহীমে এ সাফল্যে আশার আলো দেখছে পরিবার সহ উপজেলাবাসী।

ইব্রাহীমের বাড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের লাঠিটিলা গ্রামে। ঐ গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে ইব্রাহীম। বাবা ছিলেন সাবেক পুলিশ সদস্য। বাবার স্বপ্ন ছিল লেখাপড়া শেষে দেশের জন্য কিছু করবে ইব্রাহীম। তিনিও বাবার দেখানো পথেই হাঁটছেন।

ইব্রাহিমের সাথে কথা বলে জানা যায় ছাত্র জীবনে লাঠিটিলা সরকারি প্রাথমিক নিদ্যালয়ে সমাপনী পরিক্ষায় উত্তীর্ণ হয়ে কচুরগুল উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। সেখান থেকে জেএসসি পাস করে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পরিক্ষা সম্পন্ন করে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজে ভর্তি হয়। সেখান থেকে এইচএসসি পাশ করেন। তিনি আরও বলেন, আমার বাবার স্বপ্ন ছিল দেশের ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাকে লেখা পড়া করাবেন। কিন্তু তার আগেই আমার বাবা জীবনের ইতি টানেন, আর সেই লক্ষ্য পূরণের চেষ্টা করছি মাত্র।

তিনি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে C এবং D ইউনিটে পরিক্ষা দিয়ে C ইউনিটে ৩০২৩ তম, D ইউনিটে ৪৬২ তম হয়ে সংস্কৃত পেয়েছিল। গুচ্ছভুক্ত ২০ টি বিশ্ববিদ্যালয়ে একসাথে পরীক্ষা দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও বিশ্বসভ্যতা পেয়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে পেয়েছেন মার্কেটিং। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পেয়েছেন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল ওয়ার্ক। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি।নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাউন্টটিং। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।

এই ১১ টিতে চান্স পেয়েও সে তিনি তার পছন্দের বিষয় নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এ BBA (Accounting) ভর্তি হয়েছে। সে তার স্বপ্ন পূরণের লক্ষে লেখা পড়া শেষে দেশ ও জাতীর জন্য ভালে কিছু করতে চায়।

Back to top button