মৌলভীবাজার

মৌলভীবাজারে গুড়ি গুড়ি বৃষ্টিতে প্রাণ ফিরে এসেছে চা শিল্পে

নিউজ ডেস্ক- চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজার জেলার গুড়ি গুড়ি বৃষ্টিপাতের ফলে প্রাণ ফিরেছে চা শিল্পে। বুধবার বিকাল থেকে দেশের অন্যতম পর্যটন জেলার শ্রীমঙ্গল উপজেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে মানুষের দূর্ভোগ বাড়লেও চা শিল্পের জন্য আর্শিবাদ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান বলেন, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্রীমঙ্গলে ১১ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চলতি শীত মৌসুমে রেকর্ড পরিমান বৃষ্টিপাত বলে তিনি জানান। হঠাৎ বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন শহরে আসা মানুষজন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়েছে।

এদিকে শীতের তীব্রতা বাড়ায় চা বাগানে চা শ্রমিকসহ ও হাওর এলাকার নিম্ন আয়ের মানুষের ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

মৌলভীবাজার সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর হাসপাতালসহ জেলার সবকটি উপজেলায় ঠান্ডাজনিত রোগে শিশু থেকে নানা বয়সী রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই সর্দি-কাশি ও জ্বর নিয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন।

অন্যদিকে মৌলভীবাজার জেলায় ২৬৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে ১২৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল নয় হাজারে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪৫ দশমিক ৭ শতাংশ।

শ্রীমঙ্গল ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের মহা-ব্যবস্থাপক গোলাম মোহাম্মদ শিবলী জানান, চা শিল্পের জন্য প্রথম এই বৃষ্টিপাত আর্শীবাদ বলে মনে করি। চা গাছ প্লুনিং (ছাটাই) করা চা গাছে এখন নতুন কুঁড়ি গজাবে। এই বৃষ্টিপাত চা শিল্পের জন্য খুবই উপকারী।

বৃষ্টির পর চা বাগানগুলো নতুন পাতায় সবুজ উঠবে। আগাম এ বৃষ্টির ফলে চায়ের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গুণগতমান বৃদ্ধি পাবে।

Back to top button