মৌলভীবাজারজুড়ী

জুড়ীতে স্বাস্থ্যবিধি না মানায় এসিল্যান্ডের জরিমানা আদায়

মনিরুল ইসলাম: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় করোনা ভাইরাস (ওমিক্রন)বিস্তার রোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী।অভিযানকালে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করে।

সোমবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। এসময় মাস্ক না পরাসহ দোকানপাটে স্বাস্থ্যবিধি না মানায় মোট ৯টি মামলায় ৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী ৯ টি মামলায় ৮৭০০ টাকা জরিমানা করে আদায় করেন।

সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিত করণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Back to top button