মৌলভীবাজার

মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫৪,৪৫০ টাকা অর্থদন্ড

নিউজ ডেস্ক- মৌলভীবাজার জেলা সদর ও বিভিন্ন উপজেলায় মাস্ক পরিধান না করাসহ স্বাস্থ্যবিধি অমান্য করায় ১২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় সংক্রমণ প্রতিরোধে জেলাব্যাপী উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ১২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৫৪,৪৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

সবাইকে সর্তক হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান নির্দেশনা প্রদান করেছেন। স্বাস্থ্যবিধি অমান্যকারীগণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আইন অমান্যকারীদের অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করা হবে।

Back to top button