বড়লেখা

বড়লেখায় ছাত্রদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বড়লেখা প্রতিনিধিঃ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে বড়লেখায় অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বড়লেখা উপজেলা, পৌর এবং কলেজ ছাত্রদল।

কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজুর পৃষ্ঠপোষকতায় রবিবার রাতে বড়লেখা পৌরশহরের নুরজাহান শপিং কমপ্লেক্সের সামনে শতাধিক শীতার্তদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফুল ইসলামের সভাপতিত্বে ও বড়লেখা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাফর আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক আব্দুল কাদির পলাশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদের আহমদ, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুর রহমান শিপার।

এসময় আরও বক্তব্য রাখেন, বড়লেখা পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম, সদস্য সচিব রাসেল আহমেদ, বড়লখা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমদ শিমুল,পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল হাসান, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান লিটন, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল বাছিত প্রমুখ।

Back to top button