বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ড্রেজার কর্মীদের আঘাতে নিহত হাসিব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

বিয়ানীবাজারঃ বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া আলীপুরে কুশিয়ারা নদীতে বালু উত্তোলন কাজে জড়িত ড্রেজার কর্মীদের ইটের আঘাতে নিহত আব্দুল হাসিব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেন বৈরাগীবাজার এলাকাবাসী। রোববার সকালে বৈরাগীবাজারের খশির আব্দুল্লাহপুরে ত্রিমোহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাহিদ হাসান জুবের ও ছাদিকুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন কুড়ারবাজার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তুতিউর রহমান তুতা, বৈরাগীবাজার ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ লুৎফুর রহমান, জালালাবাদ এসোসিয়েশন ব্রাজিল এর সহ-সভাপতি জুবের আহমদ, ব্লাড ডনেটরস অব বৈরাগীবাজারের সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান, বৈরাগীবাজার আদর্শ বিদ্যানিকেতনের সরকারী শিক্ষক আব্দুল মুমিন ডালিম, আব্দুল হাসিবের পিতা ইসমাইল আলী, আব্দুর রহীম, ছাত্র নেতা জিয়াউল হক, এলাকার মুরব্বি ফরিছ আলী জামাল, এলাকার মুরব্বি হাজী বদরুল ইসলাম, শাহীন আহমদ, নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুল মালিক মেম্বার, ইউপি সদস্য হাজী নজমুল হক, শিল্পী শাব্বির আহমদ মানিক, হোসেন আহমদসহ আরো অনেকে।

মানববন্ধনে বিয়ানীবাজারের ১২টি সংগঠন ও ক্লাবের নেতৃবৃন্দ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। ঘন্টা ব্যাপী চলা আধা কিলোমিটার লম্বা মানববন্ধনে এলাকার সংগঠন, ক্লাব জনসাধারণ প্লেকার্ড, ব্যানার নিয়ে আব্দুল হাসিব হত্যার সুষ্ঠু বিচার চেয়ে স্লোগান দিতে দেখা যায়।

বক্তারা বলেন আব্দুল হাসিব একজন নিরহ মানুষ জীবিকার তাগিতে মাছ ধরতে কুশিয়ারা নদীতে যায় সেখানে ড্রেজার শ্রমিকের ইটের আঘাতে নিহত হয়। আমরা এলাকাবাসী এই হত্যার সুষ্ঠু বিচার চাই। যে আটজন ড্রেজার শ্রমিক গ্রেফতার হয়েছে তাদের দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি চাই, বক্তারা মানোনীয় প্রধানমন্ত্রী ও প্রশাসন সুদৃষ্টি কামনা করেন।
বক্তারা আরো বলেন, আব্দুল হাসিবের যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো।

নিহত আব্দুল হাসিবের বাবা ইসমাইল আলী বলেন, আমার বড় ছেলে ক্যান্সার রোগে মৃত্যুবরন করেছে তার দুইটি মেয়ে রয়েছে, হাসিবে যা আয় রোজগার করতো তা দিয়ে আমাদের পরিবার চলতো তাকে হত্যা করে আমার পরিবার অন্ধকারে ডুবে গেলে আমি সরকারের কাছে ছেলের হত্যার বিচার চাই। তার ছেলে মেয়ের কী হবে বলে কান্নায় ভেঙ্গে পড়েন।

শনিবার বাদ মাগরিব নিহত আব্দুল হাসিবের জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে হযরত দুদাশাহ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

প্রসঙ্গত, গেল বৃহস্পতিবার কুশিয়ারা নদীতে রাত সাড়ে আটটার দিকে মাছ শিকারের ফাঁকে ড্রেজার শ্রমিকদের সাথে কথা কাটাকাটি হয় জেলে আব্দুল হাসিব ও সাথে থাকা জাহিদুল ইসলামের একপর্যায়ে জনৈক ড্রেজার শ্রমিকের ইটের আঘাতে আব্দুল হাসিব অচেতন হয়ে পানিতে পড়ে যান। রাতভর তার লাশ খোঁজাখুঁজি করা হয়। শুক্রবার সকালে জেলেদের সহযোগীতায় বিয়ানীবাজার থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে ৮জন ড্রেজার শ্রমিককে আটক করে জনতা পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে ৫৪ ধারায় আটক দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবার দিবাগত রাতে হাসিবের পরিবারের পক্ষ থেকে ৮ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এরা সবাই বালু উত্তোলনের কাজে জড়িত ছিলেন।

নিহত আব্দুল হাসিব কুড়ারবাজার ইউনিয়নের খশির (কোনাপাড়া) গ্রামের ইসমাইল আলী দ্বিতীয় ছেলে।

Back to top button