২৬ তারিখ শপথ, প্রস্তুতি নিচ্ছেন বিয়ানীবাজারের নবনির্বাচিত চেয়ারম্যান

বিয়ানীবাজারঃ বিয়ানীবাজারের ১০টি ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যানদের শপথ আগামী ২৬শে জানুয়ারী বুধবার। এদিন সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করাবেন জেলা প্রশাসক মো. মুজিবুর রহমান।
তবে নতুন নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারী মাসের প্রথম দিকে। উপজেলা নির্বাহী অফিসার আশিক নূর তাদের শপথ বাক্য পাঠ করাবেন বলে জানিয়েছেন।
উপজেলার আলীনগরে আহবাবুর রহমান খান শিশু, চারখাইয়ে হোসেন মুরাদ চৌধুরী, শেওলায় জহুর উদ্দিন, দুবাগে জালাল উদ্দিন, কুড়ারবাজারে তুতিউর রহমান তুতা, মাথিউরায় আমান উদ্দিন, তিলপাড়ায় মাহবুবুর রহমান, মুড়িয়ায় ফরিদ আহমদ, মুল্লাপুরে আব্দুল মন্নান ও লাউতায় দেলোওয়ার হোসেন শপথ পাঠ শেষে নিজ নিজ দায়িত্ব গ্রহণ করবেন। এবার শেওলার জহুর উদ্দিন ২য় দফায়, তিলপাড়ার মাহবুবুর রহমান ৩য় দফায়, মুল্লাপুরের আব্দুল মন্নান ২য় মেয়াদে শপথ গ্রহণ করবেন।