বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার উপজেলায় রেপিড টেস্টে ২২ জন করোনা পজিটিভ!

টাইমস প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলায় ক্রমশ করোনা পরিস্থিতি কঠিন হয়ে পড়ছে। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে যানা যায় নতুন করে রবিবার বিয়ানীবাজার উপজেলায় রেপিড এন্টিজেন টেস্টে নতুন করে ২২ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে এখন পর্যন্ত বিয়ানীবাজার উপজেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৬৫৩ জন। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল আবাসিক অফিসার ডাক্তার আবু ইশহাক আজাদ বিয়ানীবাজার টাইমসকে জানান উদ্বেগজনক ভাবে অমিক্রণ ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এভাবে চলতে থাকলে বিয়ানীবাজারবাসীকে কঠিন ‘পরিস্থিতির মুখোমুখী হতে হবে বলে সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন করোনা আরও ভয়ঙ্কর হয়ে উঠার আগেই আমাদের সবাইকে সচেতন হবে। কোনভাবেই খামখেয়ালী করা যাবে না। সবাইকে বাইরে বের হলে মাস্ক নিশ্চিত করতে হবে। বিশেষ করে বাচ্ছাদের সতর্ক রাখতে হবে। কেউ প্রাথমিক ভাবে জ্বরে আক্রান্ত হলে সাথে সাথে তাকে নিজ দায়িত্বে আইসোলেশনে যেতে হবে কভিড টেস্ট করতে হবে। সবাইকে তিনি আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার জন্য অনুরুধ জানান।

Back to top button