বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ ৪ জন করোনা আক্রান্ত!

টাইমস প্রতিবেদকঃ বিয়ানীবাজারে করোনা আক্রান্ত সংখ্যা আবারও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক তিন জন সেবিকা এবং এবং একজন পরিচ্ছন্নতাকর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হয়েছে বিয়ানীবাজার টাইমস।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবু ইশহাক আজাদ বিয়ানীবাজার টাইমস কে জানান আক্রান্ত চিকিৎসক,সেবিকা এবং পরিচ্ছন্নতাকর্মী কয়েক দিন থেকে জ্বরে ভোগছিলেন। করোনা পরিক্ষা করালে তারা পজিটিভ হন।

এখন তারা চিকিৎসাধীন রয়েছেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে অতি প্রয়োজন হলে বাহিরে যেতে অনুরুধ করেন। প্রত্যেককেই স্বাস্থ্য মেনে চলার জন্য তিনি আহ্বান জানান।

Back to top button