বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বাড়ছে করোনা, বাড়েনি মাস্কের ব্যবহার

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশের ন্যায় বিয়ানীবাজারেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দুইমাস করোনা শনাক্ত না হলেও বিগত দুই দিনে ৯জন আক্রান্ত হয়েছেন এমন খবরে সবাইকে সতর্ক হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

তবে মাঠের চিত্র ভিন্ন, রাস্তা ঘাটে চলছে সব, মানছে না কেউ সরকার ঘোষিত ১১ দফা বিধিনিষেধ। নূন্যতম মাস্ক ব্যবহার করছেনা সাধারন মানুষ। সব জায়গায় ঘুরাঘুরি করছে সাধারন মানুষ। সব জায়গায় একই চিত্র দেখা গেছে।

সিএনজি চালক আয়নুল জানান, আসলে মাঝখানে মাস্ক না পরায় অভ্যাস হয়ে হয়ে গেছে মাস্কবিহীন চলাফেরা, তবে আগামীকাল থেকে তিনি মাস্ক ব্যবহার করবেন।

একইভাবে রাস্তায় চলা বেশীরভাগ পথচারীর মুখে নেই মাস্ক, নেই স্বাস্থ্যবিধি মানার প্রবনতা। সবাই যেনো উদাসীন মাস্কের ব্যবহারের বিষয়ে। তবে ভিন্ন চিত্র স্কুল-কলেজের শিক্ষার্থীদের। বেশীরভাগ শিক্ষার্থীরা মাস্ক ব্যবহার করছেন কারন স্কুল-কলেজে মাস্ক পরা বাধ্যতামূলক।

এমন উদাসীনতা বিপদ ডেকে আনবে বলে করেন স্বাস্থ্যবিধরা।

Back to top button