বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে হঠাৎ করোনার ব্যাপক সংক্রমন, নতুন আক্রান্ত ৬জন

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশের ন্যায় বিয়ানীবাজারে করোনার সংক্রমন বৃদ্ধি পাচ্ছে ব্যাপক হারে। উপজেলায় নতুন করে আরও  ৬ জন আক্রান্তের খবর জানিয়েছে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

বুধবার (১২ জানুয়ারি) বিকালে বিয়ানীবাজার স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আবু ইসহাক আজাদ নতুন আক্রান্তের তথ্য জানান।  তিনি জানান, ১০ জন করোনার উপসর্গ নিয়ে পরীক্ষা করালে তাঁদের মধ্যে ৬ জনের করোনা পজিটিভ আসে।

সবাইকে স্বাস্থ্য সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

এদিকে, বিয়ানীবাজারে মানুষের মধ্যে নেই স্বাস্থ্যবিধি, প্রায় বেশীরভাগ মানুষ মাস্কবিহীন ঘুরাঘুরি করছে। এভাবে চলতে থাকলে বিয়ানীবাজারের করোনা পরিস্থিতির আবার ব্যাপক অবনতির দিকে যাবে বলে স্বাস্থ্যবিধদের ধারনা।

Back to top button