বিয়ানীবাজার সংবাদ

আলীনগরে বিএনপির দু’পক্ষে কর্মীসভা আহ্বান, উত্তেজনা

বিয়ানীবাজার টাইমস ডেস্কঃ বিয়ানীবাজারের আলীনগরে একই সময়ে একশ’ গজের মধ্যে বিএনপি’র দু’পক্ষ কর্মীসভার আয়োজন করায় উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে যেকোন সময় সংঘাত সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। খবর পেয়ে পুলিশ প্রশাসন বিশৃঙখলা এড়াতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।

জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আলীনগর ইউনিয়ন কমিটি আগামীকাল বৃহস্পতিবার বেলা ৪ টায় স্থানীয় টিকরপাড়াস্থ নুরজাহান কমিউনিটি সেন্টারে কর্মী সভার আয়োজন করে। কিন্তু দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে মাত্র একশ’ গজ দূরে ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে বিএনপি’র অপরপক্ষ কর্মী সভা আহ্বান করে। এ নিয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নওয়াজিশ চৌধুরী সাকি অনুমতির জন্য বিয়ানীবাজার থানা প্রশাসনকে লিখিতভাবে অবগত করেছেন বলে দাবি করেন।

এছাড়া, দু’পক্ষ কর্মীসভা সফল ও সার্থক করতে বুধবার বিকেল থেকেই ইউনিয়নজুড়ে মাইকিং করছেন। কেউ কাউকে ছাড় দিতে নারাজ।যেকোন সময় ঘাত-প্রতিঘাতের আশংকা করছেন নেতাকর্মীরা। এজন্য দু’পক্ষ নিজেদের অবস্থান জানান দিতে শক্তি বাড়াতে ব্যস্ত রয়েছেন। এ কারণে বিএনপি’র সাধারণ নেতাকর্মীরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন।

তবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশ কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি স্থানে কর্মীসভা করতে দু’পক্ষ অনঢ় থাকলে শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করতে পারে প্রশাসন।

এ ব্যাপারে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নওয়াজিশ চৌধুরী সাকি সাংবাদিকদের বলেন, আমরা কর্মীসভার জন্য অনেক আগ থেকেই প্রস্তুতি নিচ্ছি। এমনকি বিষয়টি থানা প্রশাসনকেও লিখিতভাবে অবগত করেছি। আমাদের সভা বানচাল করতে বিএনপির সুবিধাভোগী পক্ষ চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

তবে, এ অভিযোগ অস্বীকার করে আলীনগর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, আমাদের কর্মী সভায় জেলা ও উপজেলা নেতারা উপস্থিত হবেন। এটি উপজেলা বিএনপির সিডিউল অনুযায়ী করা হচ্ছে। তিনি বলেন, টিকরপাড়ায় বিএনপির অন্য কেউ সভা করছে বলে আমার জানা নেই। হয়ত কতিপয় ব্যক্তি হিংসাত্মকভাবে প্রশাসন দিয়ে তা বানচালের চেষ্টা করতে পারে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, একই সময়ে পাশাপাশি স্থানে দু’পক্ষ সভা করতে চাইলে অবশ্যই প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।

Back to top button