বিয়ানীবাজার সংবাদ

বাবার ভোট বর্জন, ছেলের বুকফাটা কান্না

গফরগাঁওয়ের মশাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবার আধাবেলাতে ভোট বর্জনের ঘোষণায় কান্নায় ভেঙে পড়েছেন একমাত্র ছেলে ইমরান হোসেন।

কান্না বিজড়িত কণ্ঠে তিনি বলেছেন, ওরা সুষ্ঠু ভোট হতে দিলো না। আমরা তো ভোট করতে চাইনি। এলাকার সাধারণ মানুষ বাবাকে ভোট করতে উৎসাহিত করেছে। সাধারণ মানুষের ভালবাসার কারণেই এ নির্বাচনে আসা।

ভোট গ্রহণের শুরু থেকেই কেন্দ্র দখল, এজেন্টদের প্রবেশে বাধা, বের করে দেয়া, ভোটের আগের রাত থেকে এজেন্ট ও প্রার্থীর পরিবারের সদস্যদের হুমকি, প্রশাসনের অসহযোগিতার অভিযোগ এনে আধাবেলাতেই নির্বাচন বর্জন করলেন মশাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী একেএম ফজলুল হক। এসময় তার ছেলে ইমরান হোসেন বীর খারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কান্নায় ভেঙে পড়েন।

ইমরান বলেন, আমি বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। ঢাকায় থাকি। আজ নির্বাচনে এসে প্রশাসন আমাকে সন্ত্রাসী বলে প্রচার করেছে। আমাকে আর বিসিএস দিতে দেবে না। আমি সন্ত্রাসী, এলাকায় একটা মানুষও বলতে পারবে না।

Back to top button