বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে বিভিন্ন আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিয়ানীবাজারঃ বিয়ানীবাজারে আনন্দ র্যালী, কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ছাত্রলীগের কয়েকটি গ্রুপ। পৌরশহরে আনন্দ শোভাযাত্রা করেছে ছাত্রলীগের রিভারভেল্ট গ্রুপ, মূলধারা গ্রুপ, পাভেল গ্রুপ এবং জয়বাংলা গ্রুপ ।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দিনের বিভিন্ন সময়ে আনন্দ শোভাযাত্রা বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বিয়ানীবাজার সরকারি কলেজে গিয়ে শেষ হয়। র্যালী শেষে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সংগঠনের ইতিহাস ঐতিহ্য তুলে ছাত্র নেতারা বক্তব্য রাখেন।
পরে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এছাড়াও ছাত্রলীগের একাধিক গ্রুপ কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।