মৌলভীবাজার

ঘন কুয়াশায় আচ্ছন্ন মৌলভীবাজার, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১০.৮ ডিগ্রি সেলসিয়াস

টাইমস ডেস্কঃ টানা কয়েক দিন থেকে কনে শীত ও হিমেল হাওয়ার কারণে মৌলভীবাজারে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ভোর থেকে ঘন কোয়াশার চাদরে ঢেকে গেছে পূরো আকাশ। ঘন কুয়াশার কারণে রাস্তায় যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।

৩ জানুয়ারী সোমবার মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেড়ে যায়। শীত ও কনকনে হিমেল হাওয়ার কারণে সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়েছেন ছিন্নমুল ও শ্রমজিবী মানুষ। অনেকেই খর কুটা জ¦ালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

মৌলভীবাজারস্থ শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু শৈত প্রবাহ বইছে। তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়ে আজ সোমবার সকাল ৯ ঘটিকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
শীতজনিত রোগে প্রতিদিন মৌলভীবাজার সদর হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভীর প্রতিদিন ভাড়ছে।

Back to top button