বিয়ানীবাজারে এইচএসসি ও সমমান পরিক্ষার্থীদের দেয়া হচ্ছে ফাইজারের দ্বিতীয় ডোজ

বিয়ানীবাজারঃ বিয়ানীবাজারে ২০২১ সালের এইচ এস সি ও সমমান আলিম পরিক্ষার্থী যারা ছিলেন তাদেরকে প্রয়োগ করা হচ্ছে। করোনা প্রতিরোধক ফাইজারের দ্বিতীয় ডোজ টিকা। পরিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিয়ানীবাজার উপজেলার ৮ টি কলেজ এবং ৫ টি মাদরাসার মোট ১৭০৫ জন এইচ এস সি ও সমমান আলিম পরিক্ষার্থীদের মধ্যে পরিক্ষা শুরুর পূর্বে গত ২৫ নভেম্বর বিয়ানীবাজার সরকারি কলেজে তাদেরকে প্রয়োগ করা হয়েছিল ফাইজারের প্রথম ডোজ টিকা।
নিয়মনুসারে ১ মাস শেষে ৩ জানুয়ারী সোমবার তাদের দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়েছে পূর্ববর্তী ভ্যানু বিয়ানীবাজার সরকারি কলেজের শীততায়িত কক্ষে। ৩ দিনে উপজেলার সবকটি কলেজ ও মাদরাসার এইচ এস সি ও সমমান পরিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করতে এসে সারিবদ্ধ লাইনে খুশি শিক্ষার্থীরা
সালমা আক্তার নামে একজন শিক্ষার্থী জানান করোনা যেভাবে বৃদ্ধি পাচ্ছে অনেকটা ভয়ে ছিলাম।ন অবশেষে দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পেরে ভালো লাগছে।
দুবাগ স্কুল এন্ড কলেজের রাব্বি জানান অনেকটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম কবে দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হবে। করোনার বিস্তার যেভাবে নতুন করে শুরু হয়েছে পরিবারের সবাই ও ভয়ের মধ্যে ছিলে। টিকা গ্রহণ করতে পেরে অন্তত এখন অনেকটা ভালো লাগছে।
প্রথম দিনে দেওয়া হয়েছে সৈয়দ নবীব আলী কলেজ, কুড়ার বাজার কলেজ, দুবাগ স্কুল এন্ড বৈরাগীবাজার আইডিয়াল কলেজ এবং আছিরগঞ্জ স্কুল এন্ড কলেজের এইচ এস সি পরিক্ষার্থীদের মধ্যে। মঙ্গলবার এবং বুধবার দেওয়া হবে উপজেলার বাকি কলেজ এবং মাদরাসার পরিক্ষার্থীদের মধ্যে।
সংশ্লিষ্ঠরা বলছেন খুব দ্রুত শুরু হবে অন্যান্য ক্লাসের শিক্ষার্থীদের ও করোনা প্রতিরোধন টিকা প্রয়োগ। বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান প্রত্যেককেই মাস্ক পড়ে স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণ করার জন্য অনুরুধ জানান।