মৌলভীবাজার

মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে পর্যটকদের উপচে পড়া ভিড়

নিউজ ডেস্ক- ইংরেজী নববর্ষকে কেন্দ্র করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যটন কেন্দ্রে, চা বাগান ও রিসোর্টে পর্যটকদের উপচে পড়া ভিড়।

নারী-পুরুষ, শিশু, যুবক-যুবতীর পদভারে মুখরিত হয়ে উঠে এসব এলাকা। মৌলভীবাজারের বাগান বিলাস রিসোর্ট, রাঙাউঠি রিসোর্ট, শ্রীমঙ্গলের গ্রান্ড সুলতান রিসোর্ট, বধ্যভূমি একাত্তরসহ হোটেল মোটেলে মানুষজন আনন্দ উৎসবে মেতে ওঠেছে।

চা বাগানে পরিবার পরিজন নিয়ে বেড়ানো, ছবি তোলা, দল বেঁধে আড্ডা, ফোয়ারায় নিজেদের করে ভালোলাগা ও ভালোবাসায় সময় কাটিয়ে দিয়েছেন নৈস্বর্গিক সৌন্দর্য দেখতে আসা অতিথিরা। এছাড়া হোটেল, মোটেল ও রিসোর্টে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা পরিবার পরিজন নিয়ে এসেছেন প্রকৃতির সানিধ্যে কিছুটা সময় কাটাতে।

Back to top button