মৌলভীবাজার

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৯.১ ডিগ্রি সেলসিয়াস

নিউজ ডেস্ক- চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলার সর্বত্র অনুভূত হচ্ছে প্রচণ্ড শীত।

রোববার (২ জানুয়ারি) শ্রীমঙ্গলে সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.১ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমান জানান , সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.১ ডিগ্রি। এর আগে শনিবার ছিলো ০৯.০৬ ডিগ্রি। তিনি জানান, এখন তাপমাত্রা ক্রমশই নামবে। সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহও থাকবে। এতে কয়েকদিন শীতের প্রকোপ বাড়তে পাড়ে।

এদিকে কয়েক দিন ধরে বিকেল থেকে মৃদু বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। রাতে শীতের তীব্রতা বাড়তে থাকে। শেষ রাতে ঘন কুয়াশা আর তীব্র শীতে কাবু হতে থাকে জনপদ। এ অবস্থায় ছিন্নমূল মানুষসহ জেলার চা শ্রমিকরা পড়েছেন দুর্ভোগে।

শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তরের অপর পর্যবেক্ষণ কর্মকর্তা মাসুম আহমদ জানান, এক সপ্তাহ যাবত ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। ধীরে ধীরে এখানকার তাপমাত্রা কমছে। অতীত রেকর্ড অনুযায়ী তাপমাত্রা আরও নিচে নামতে পারে।

Back to top button