মৌলভীবাজার

শ্রীমঙ্গলের আশীদ্রোন ইউনিয়নে ২ মেম্বার প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষ

নিউজ ডেস্ক- উঠান বৈঠককে কেন্দ্র করে শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের শিববাড়ি এলাকাতে ৯ নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

৩১ ডিসেম্বর রাতে মেম্বার প্রার্থী জয়নাল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান মেম্বার বাদশা মিয়ার কর্মীসমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মেম্বার প্রার্থী জয়নাল ও বাদশাসহ কয়েকজন আহত হয়

মেম্বার প্রার্থী জয়নাল’র সমর্থক আবদুল হক ও রজব আলীকে প্রথমে মৌলভীবাজার ও পরে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বর্তমান মেম্বার বাদশা মিয়াসহ তাঁর সমর্থক ৩ জন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উক্ত বিষয়ে আইনি পদক্ষেপ চলমান রয়েছে

Back to top button