কানাইঘাট

কানাইঘাটে ভোটযুদ্ধে শাশুড়ি-পুত্রবধূ

নিউজ ডেস্ক- পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একই পদে ভোটের লড়াইয়ে নেমেছেন শাশুড়ি-পুত্রবধূ। একই পদে দুই সদস্যের এমন লড়াইয়ে পরিবারের সদস্যদের মধ্যেও বিভক্তি দেখা দিয়েছে।

জানা গেছে, বড়চতুল ইউপিতে ৪, ৫ ও ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের সমন্বয়ে গঠিত সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে মহিলা সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুক্তাপুর গ্রামের মোছা. হাওয়ারুন নেছা ও মোছা. সুলতানা বেগম। উভয়ে গৃহিণী। সাবেক সংরক্ষিত মহিলা সদস্য হাওয়ারুন সম্পর্কে সুলতানার শাশুড়ি হন। সুলতানা এবারই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছেন।

হাওয়ারুনের প্রতীক মাইক ও সুলতানার প্রতীক তালগাছ। বড়চতুল ইউপির সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এলাকার কয়েকজন ভোটারের দাবি, দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্যের জেরে মূলত এক ঘরে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তবে প্রচারণায় ব্যস্ত থাকায় হাওয়ারুন ও সুলতানার সঙ্গে এ ব্যাপারে কথা বলা সম্ভব হয়নি।

সুলতানার স্বামী আবুল কালাম পরিবারের দুই সদস্যের একই পদে প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচকভাবে দেখছেন। তিনি বলেন, তাদের ভালো লেগেছে, তাই নির্বাচনে অংশ নিয়েছেন। তার ছোট ভাই আবদুল মজিদ মায়ের পক্ষে কাজ করছেন বলেও তিনি জানান।

তবে আবদুল মজিদ দাবি করেছেন, পারিবারিক টানাপোড়নের জেরেই সম্ভবত তার মা ও ভাবি প্রার্থী হয়েছেন। তিনি কারও পক্ষেই কাজ করছেন না বলে জানান।

Back to top button