বিয়ানীবাজার সংবাদ

লাউতার পরাজিত দুই প্রার্থীর বাড়িতে নবনির্বাচিত চেয়ারম্যান

টাইমস প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলার ১১ নং লাউতা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান দেলোয়ার হোসেন লাউতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ গৌছ উদ্দিনের বাড়ি এবং সাবেক চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা এম এ জলিলের বাড়িতে গিয়ে একান্তে কুশলাদি বিনিময় করেছেন।

বুধবার(২৯ ডিসেম্বর) সকালে প্রথমে বর্তমান চেয়ারম্যান গৌছ উদ্দিনের বাড়িতে যান। সেখানে কিছুক্ষণ থাকার পর বর্তমান চেয়ারম্যান গৌছ উদ্দিন বাড়িতে না থাকায় তার পিতার সাথে বেশ কিছুক্ষণ বসে গল্প করে মিষ্টি খাইয়ে তার কাছ থেকে দোয়া নিয়ে আসেন। পরে লাউতা ইউনিয়নের সাবেক ৪ বারের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা এম এ জলিলের বাড়িতে যান তিনি। সেখানে এম এ জলিলের সাথে কুশলাদি বিনিময় করেন এবং একে অপরকে মিষ্টি খাওয়ান।

দৃশ্যটি সাথে থাকা শুভাকাঙ্খীরা ক্যামেরা বন্ধী করে সোশ্যাল মাধ্যম ফেইসবুকে আপলোড করলে মুহুর্তেই তা প্রশংসায় ভাসতে থাকে নেটিজেনদের কাছে।

নব-নির্বাচিত চেয়ারম্যান দেলোয়ার হোসেন বিয়ানীবাজার টাইমস প্রতিবেদককে জানান তিনি ইউনিয়নের নতুন দায়িত্ব গ্রহণ করতে চান সবাইকে সাথে নিয়ে। এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগীতা প্রয়োজন। তিনি জানান তার প্রতিদন্ধী দুই প্রার্থী পরাজিত হলেও তাদেরকে সাথে নিয়েই তিনি কাজ করতে চান এবং ১১ নং লাউতা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তর করতে চান।

উল্লেখ্য গত ২৬ ডিসেম্বর বিয়ানীবাজার উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে তৃতীয়বারের চেষ্ঠায় চেয়ারম্যান পদে লাউতা বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন। তার সাথে হেভিয়েট প্রার্থী ছিলেন বর্তমান চেয়ারম্যান গৌছ উদ্দিন এবং সাবেক চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা এম এ জলিল। তাদের সাথে হাড্ডা হাড্ডি লড়াইয়া বিজয় পান জামায়াতের রাজনিতীর সাথে জড়িত দেলোয়ার হোসেন। বিজয় নিশ্চিত হওয়ার এক দিন পর তিনি বর্তমান চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যানের বাড়িতে যান কুশলাদি বিনিময় করতে।

Back to top button