গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত!

নিউজ ডেস্ক- সিলেটে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে প্রার্থীতা বাছাই যথাযথভাবে না হওয়ায় খেসারত দিতে হয়েছে আওয়ামীলীগকে। নির্বাচনে বিজয়ী প্রার্থীর ভোটের হিসেবে ধারে কাছেও যেতে পারেননি আওয়ামীলীগের প্রার্থীরা। এজন্য তাদেরকে জামানত হারাতে হয়েছে। গেল রবিবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত চতুর্থ ধাপের নির্বাচনে তার নির্বাচনী এলাকায় ভরাডুবি হয়েছে নৌকা প্রতীকের।

সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের ২০টি ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী ৭টি’তে জয়ী হয়েছেন। অন্য ইউনিয়নগুলোতে স্বতন্ত্র ও আ.লীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হন। এই ১৩টি ইউনিয়নের মধ্যে জামানত হারিয়েছেন নৌকার ৭ প্রার্থী। এছাড়াও অধিকাংশ ইউনিয়নগুলোতে নৌকার প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রাপ্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট প্রতিদ্বন্দ্বি প্রার্থী না পেলে জামানত বাজেয়াপ্ত করা হবে।

জানা যায়, গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ইউনিয়নে জামানত হারিয়েছেন আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম। তিনি ৪৭৮ ভোট পেয়েছেন। লক্ষ্ণীপাশা ইউনিয়নে জামানত হারিয়েছেন আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মাহমুদ আহমদ চৌধুরী। তিনি ৩৪৬ ভোট পেয়েছেন। লক্ষণাবন্দ ইউনিয়নে জামানত হারিয়েছেন আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম খান। তিনি ১৩৯ ভোট পেয়েছেন।

এ বিষয়ে গোলাপগঞ্জ আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি লুৎফুর রহমান বলেন, ‘আরো দু’একটা ইউনিয়নে আমরা নৌকার বিজয় আশা করেছিলাম। বিশেষ করে বাদেপাশা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী ছিলাম। কিন্তু স্থানীয় নির্বাচনে নানা হিসেব-নিকেশের কারণে দলীয় প্রার্থীরা কাঙ্কিত ফল করতে পারেননি। এছাড়া দলীয় প্রতীকে না হলেও উপজেলায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা তাদের প্রার্থীর পক্ষে খুবই সক্রিয় ছিল। তারা তাদের সর্বশক্তি নিয়োগ করেছে। পক্ষান্তরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাও দলীয় প্রার্থীর ক্ষতি করেছেন। লক্ষ্মনাবন্দ ও ঢাকাদক্ষিণে ভাল প্রার্থী দেয়া সম্ভব হয়নি। যে কারণে ওই দুই ইউনিয়নেও দলীয় প্রতীকে ভাল করতে পারেননি আওয়ামী লীগের প্রার্থীরা।’

Back to top button